আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

Anjuman-e Ittihadul Madaris Madaris Bangladesh

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

প্রধান কার্যালয়: আল-জামিয়া আল-ইসলমিয়া পটিয়া, চট্টগ্রাম।​

Anjuman-e Ittihadul Madaris Bangladesh

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ

প্রধান কার্যালয়: আল-জামিয়া আল-ইসলমিয়া পটিয়া, চট্টগ্রাম।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসে অন্তর্ভুক্ত হওয়ার নিয়মাবলি

দ্বীনী শিক্ষার মানোন্নয়ন এবং নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার মানসে যে কোন কওমী মাদরাসা এই বোর্ডের অন্তর্ভুক্ত হতে পারবে। তবে ঐ মাদরাসাকে বোর্ডের পাঠ্যসূচী ও যাবতীয় নিয়ম-কানুন অনুসরণে বাধ্য থাকতে হবে এবং বোর্ডের স্বার্থের পরিপন্থি যে কেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিম্নের বিষয়গুলি অবলম্বন করা জরুরি:

(১) বোর্ডের দফতর থেকে একটি এলহাকী ফরম সংগ্রহ করা।

(২) মাদরাসার পূর্ণ নাম (আরবি-বাংলা) লিখে শিক্ষক-কর্মচারির সংখ্যা, ছাত্র সংখ্যা, প্রতিষ্ঠানে চলমান জামাত (শ্রেণী) ইত্যাদি উল্লেখ করে এলাহাকী ফরম নিখুঁতভাবে পুরণ করা।

(৩) মুহতামিম/পরিচালক সাহেব স্বশরিরে উপস্থিত হয়ে এলহাকী ফরমে স্বাক্ষর করে আঞ্জুমানের সাধারণ সম্পাদকের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা।

(৪) নির্ধারিত ফি প্রদান করে আঞ্জুমানের অফিসে এলহাকী ফরম জমা করা।

ফরম সংগ্রহ ও সার্বিক যোগাযোগ

মাওলানা মুহসিন সাহেব

কেন্দ্রীয় অফিস সেক্রেটারী

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড)

মোবাইল : ০১৮১৬০৯৬৪৩৩